ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: দেশসেরা যুব সংগঠন ঝিকরগাছার ঐতিহ্যবাহি ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণী সংসদ প্রতিবছরের ন্যায় এবারও যশোর জেলা ক্রীড়া সংস্থা কর্তৃত আয়োজিত ‘বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লি. প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ’ ২০২১-২২ এর বি গ্রুপে অংশগ্রহণ করবে।
আগামী ১ জানুয়ারি যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে জাগরণী সংসদ বনাম ন্যাশনাল স্পের্টিং ক্লাবের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় জাগরণী সংসদের খেলোয়াড় ও কর্মকর্তাদের জার্সি স্পন্সর করেছেন ওয়াটার স্প্রিট।
গতকাল বিকেলে ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে জার্সি উন্মোচন করেন ওয়াটার স্প্রিট লি’র মালিক জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তফা আশিষ ইসলাম দেবু। উপস্থিত ছিলেন সংসদের সভাপতি মুনিরুল আলম মিশর, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সাবেক সাধারণ সম্পাদক রাশিদুর ইসলাম হিরু, জাগরণী ক্রিকেট টিমের অধিনায়ক অমিদ কুমার নয়ন, ফয়সাল মুকুট, মহিদুল ইসলাম বাদল, কামারুজ্জামান কামাল, আজম মোহাম্মদ ড্যানী, হাবিবুর বাশার, শাহানুর কবীর হ্যাপী, মঈন আহমেদসহ সকল খেলোয়াড়গণ।