নিজস্ব প্রতিবেদক
যশোর ক্রিকেটের ঐতিহ্যবাহী দল ঝিকরগাছার জাগরণী সংসদ। আর চলতি মৌসুমে প্রথমবারের মতো ঝিকরগাছার দ্বিতীয় দল হিসেবে প্রিমিয়ারে খেলার সুযোগ পেয়েছে প্রদিপ্তপথ ক্রিকেট একাডেমি। মঙ্গলবার প্রথমবারের মতো মাঠের লড়াইয়ে মুখোমুখি হয় দল দুটি। তবে প্রথম দেখায় তেমন জমেনি দুই দলের ব্যাট-বলের লড়াই।
শামস্-উল-হুদা স্টেডিয়ামে জাগরণী সংসদকে প্রথমে ৯৬ রানে গুটিয়ে দেয় প্রদিপ্তপথ ক্রিকেট একাডেমি। তবে এই রান করতেই ৫৮ রানে ছয় উইকেট হারিয়ে ফেলে প্রদিপ্ত পথ ক্রিকেট একাডেমি। সেখান থেকে ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ^কাপ দলে খেলা ডানহাতি পেসার রনি হোসেন দক্ষ ব্যাটার বনে যাওয়া ম্যাচে আর কোন উইকেট হারাতে হয়নি। প্রথম ম্যাচে আরএন রোড ক্রীড়া চক্রের সাথে ড্র করা প্রদিপ্তপথ জয় নিয়ে মাঠ ছাড়ে।
বেশির ভাগ সময় লোয়ার অর্ডারে ব্যাট করা রনি এদিন যখন ব্যাট হাতে নামে তখন ৪৬ রানে নেই দলের টপ-মিডল অর্ডার। ক্রিজে থেকে অপর প্রান্তে ফিরে যেতে দেখেন দলের অভিজ্ঞ ব্যাটার মুরাদ হাসান নবাবকে। তবে এরপর আরিফ খান জয়কে নিয়ে ৪০ রানে জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে। দুজন যখন দলের জয় নিয়ে মাঠ ছেড়ে যান তখন তাদের হাতে ছিল ১৮০ বল। শেষ পর্যন্ত রনি অপরাজিত ছিলেন ২৫ বলে ২৭ রানে। দুই ছয়ের মার ছিল তার ইনিংসে। জয় ১৯ বলে এক চারে ১০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়ে। এই দুজনের পাশে শাহাবুদ্দিন ২২ ও হাবিবুল বাশার ১৬ রান করেন।
জাগরণী সংসদের অমিত কুমার নয়ন ৩৫ রানে ও রাহি ৩১ রানে ২টি করে উইকেট দখল করেন।
এর আগে ১৩দিনের বিরতির পর শুরু হওয়া ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রদিপ্তপথের দুই পেসার লাকাতুজ্জামান রুবেল ও রনি হোসেনের পেসে এলোমেলো হয়ে যায় জাগরণীর টপ অর্ডার। এতে পাওয়ার প্লের দশ ওভারে ২ উইকেট হারিয়ে জাগরণী করতে পারে ২১ রান। পরে বাঁহাতি তানভীর হাসান অমির বল অ্যাটাক করতে উইকেট হারায়। তাতে ৪৩ ওভার দুই বল ব্যাট করলেও ৯৬ রানের বেশি করতে পারেনি তারা। দলের পক্ষে রাহি সর্বোচ্চ ২৮ রান করেন। রাহির ৩৩ বলের ইনিংসে ছিল একহালি চারের মার। এর পাশে নাইম ২১ ছাড়ার আর কেউ দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেনি।
প্রদিপ্তপথের অমি ১০ ওভারে ১৫ রানে ৪ উইকেট দখল করেন। আনোয়ার ও রাইসুল দুটি করে উইকেট দখল করেন।
সংক্ষিপ্ত স্কোর :
টস : জাগরণী সংসদ
জাগরণী সংসদ: ৪৩.২ ওভার ৯৬/১০ (নাঈম ২১, রমেশ কুমার রাজু ৪, মাহমুদুল্লাহ রনি ৫, নিপুন ৩, রাহি ২৮, দ্বিপ জ্যোতি ০, তন্ময় ৯, হৃদয় ৬, নয়ন ০, রাব্বি ০*, মারুফ ১; রুবেল ০/১৩, রনি হোসেন ১/১৮, তানভীর হাসান অমি ৪/১৫, আনোয়ার ২/৮, হাবিবুল বাশার ১/১৪, রাইসুল ইসলাম ২/২১)।
প্রদিপ্তপথ ক্রিকেট একাডেমি : ২০ ওভার ৯৮/৬ (আমিনুজ্জামান আমিন ৫, সাহাবুদ্দিন ২২, মাসুম ০, আনোয়ার ১, হাবিবুল বাশার ১৬, মুরাদ হোসেন নবাব ১০, রনি হোসেন ২৭*, আরিফ খান জয় ১০*; নয়ন রায় ২/৩৫, রাহি ২/৩১, রমেশ কুমার রাজু ১/৪, নাঈম ১/২৮)।
ফলাফল : প্রদিপ্তপথ ক্রিকেট একাডেমি ৪ উইকেটে জয়ী।
