ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: ৪ লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে যশোরের ঝিকরগাছার পদ্মা সঞ্চয় ও ঋণদান সমিতির ম্যানেজার ও ক্যাশিয়ারের বিরুদ্ধে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা হয়েছে।
মামলার বাদি উপজেলার বড় পোদাউলিয়া গ্রামের হাসেম আলীর স্ত্রী নুরজাহান বেগম। আসামি করা হয়েছে পদ্মা সঞ্চয় ও ঋণদান সমিতির ম্যানেজার রায়হান উদ্দিন আহম্মেদ ও ক্যশিয়ার হাবিবুর রহমানকে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার শংকরপুর ফেরিঘাট বাজারে অবস্থিত পদ্মা সঞ্চয় ও ঋণদান সমিতির ম্যানেজার ও ক্যাশিয়ার বেশি লভ্যাংশ দেবার প্রতিশ্রুতি দিয়ে নুরজাহান বেগমকে ওই সমিতির সদস্য করেন। ২০১৯ সালের ১ জুন ১০ নভেম্বর-২০২০ পর্যন্ত ডিপোজিট হিসেবে ৪ লাখ ১০ হাজার টাকা জমা করেন। সম্প্রতি টাকার প্রয়োজন হওয়ায় নুরজাহান বেগম তাদের অফিসে গিয়ে টাকা উত্তোলনের বিষয়টি ম্যানেজার রায়হান উদ্দিন আহমেদকে জানান। এ সময় তার সকল টাকা ক্যাশিয়ার হাবিবুর রহমান উত্তোলন করে নিয়েছে বলে জানিয়ে কিছু কাগজপত্রে স্বাক্ষর করতে বলেন ম্যানেজার। টাকা না পেয়ে নুরজাহান বেগম কাগজপত্রে স্বাক্ষর করতে রাজি না হওয়ায় তাকে খুন-জখমের হুমকি দিয়েছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে পদ্মা সঞ্চয় ও ঋণদান সমিতির ম্যানেজার রায়হান উদ্দিন আহমেদ বলেন, নুরজাহান বেগম তাদের সংস্থার কাছে মাত্র এক লাখ টাকা পাবেন এবং বাকি টাকা তিনি উঠিয়ে নিয়েছেন ।