নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছা উপজেলার পাঁচপোতা গ্রামের বোমা রফিকের বাড়িতে বোমার বিস্ফোরণ ঘটেছে। তবে বোমা বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে বোমা রফিকের পাঁচপোতা গ্রামের নিজ বাড়িতে। বোমা রফিক ওরফে রফিকুল ইসলাম পাঁচপোতা গ্রামের মৃত আকবার আলীর ছেলে। বোমা রফিকের নামে ঝিকরগাছা থানায় একধিক, মাদক, বোমা, ছিনতাই ও চাঁদাবাজির মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বোমা রফিক ওরফে রফিকুল ইসলাম রফিকুল বিগত আওয়ামী লীগ সরকারের দোসর সাবেক একজন এমপি’র রাজনৈতিক প্রয়োজনে ব্যবহারের জন্য বোমা তৈরির কারিগর হিসেবে কাজ করত। শেখ হাসিনা সরকারের পতনের পর কিছু দিনের জন্য বোমা রফিক গা ঢাকা দেয়। এর কিছু দিন পরে বাড়িতে এসে তার বাহিনীর সদস্যদের একত্রিত করে। শুরু করে নতুন করে বোমা তৈরির কাজ। এমন অবস্থায় বোমা রফিকের বাড়িতে রক্ষিত তিনটি বোমা বিস্ফোরণ হয়। বোমার বিকট শব্দে প্রতিবেশিরা দিকবিদিক ছোটাছুটি করে। ঘটনার পর থেকে বোমা রফিক গা ঢাকা দিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ঝিকরগাছা থানার অফিসার ইন চার্জ বাবলুর রহমান খান জানান, ঘটনা শুনেছি। ঘটনার পর বাঁকড়া থানার এস আই কবির ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।