নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছার ফুলকানন পানিসারার ৫৪ ফুলচাষি ও ফুলের পণ্য হস্তশিল্পীদের মাঝে উৎপাদন সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে পানিসারায় বাংলাদেশে-আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্রে বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) ও জাপান এনভায়রনমেন্টাল এডুকেশন ফোরাম (জীফ) যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম কামরুজ্জামান জাহাঙ্গীর, জীফ’র প্রতিনিধি তাতসুহিরো ক্যাটো ও ওতসুকা মিকা।
যশোর জেলার ‘ঐতিহ্যবাহী পণ্য উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের’ উদ্যোগে বাণিজ্যিকভাবে জৈব সার উৎপাদন ও হস্তশিল্পীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর ফুল উৎপাদন ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম, প্রকল্প সমন্বয়কারী দেবাশীষ কুমার ঘোষ, এইচআর প্রধান আলামিন গাজী, ব্যবস্থাপক আনোয়ারুস সাদাত ও আসাদুল হাসান।
ডকুমেন্টশন এন্ড কমিউনিকেশন কর্মকর্তা সুপ্রিয়া সানার পরিচালনায় স্বাগত বক্তব্য দেন বেডস্’র প্রধান নির্বাহী কর্মকর্তা মাকছুদুর রহমান। জাপান সরকারের বৈদেশিক সম্পর্ক বিষয়ক তৃণমূল প্রকল্পের আর্থিক সহায়তায় অনুষ্ঠানে উৎপাদক ও চাষিদের মধ্যে বক্তব্য দেন জোৎস্না বিশ্বাস, লাকি বিশ্বাস, আবু হোসেন, রাবেয়া খাতুন, ফিল্ড কর্মকর্তা মাহবুব হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে ৫৪জনের হাতে সামগ্রী তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত, এ প্রকল্পের আওতায় বিতরণকৃত জৈব সার ও হস্তশিল্পীদের বিভিন্ন ধরনের উপকরণ সামগ্রী সমবায় সমিতির সতদস্যদের আয় বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।