নিজস্ব প্রতিবেদক
সোমবার বিকালে ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বাংলাদেশ-আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্র প্রাঙ্গণে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৪-২৫ অর্থবছরের আওতায় যশোর জেলা তথ্য অফিস এ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার রমজান আলী। এডাব যশোরের সহসভাপতি শাহজাহান নান্নুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা পানিসারার বিশিষ্ট নারী উদ্যোক্তা নাসরীন নাহার আশা। অনুষ্ঠানে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবপাচার ও বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের কুফল, গুজব প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে বক্তব্য প্রদান করেন। সমাবেশে এলাকার বিভিন্ন বয়সের প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।