নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছার পানিসারার হাড়িয়ায় মাঠ দিবস পালিত হয়েছে। শুক্রবার ১১ ফেব্রুয়ারি বিকেল ৪টায় এই দিবসটি অনুষ্ঠিত হয়।
আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাউছার উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। ফুল চাষীদের নতুন নতুন ফুল চাষের উৎসাহ ও পরিচর্যা নিয়ে দিক নির্দেশনা দেন তিনি। তিনি আরো বলেন, নতুন দু’টি ফুল টিউলিপ ও লিলিয়াম চাষ করে প্রাথমিকভাবে চাষীরা ভাল ফলাফল পেয়েছেন। নেদারল্যান্ডস থেকে আমদানিকৃত এই জাত দুটি চাষ করে কৃষকরা ইতিমধ্যে সফল হয়েছেন। ভবিষ্যতে এর চাষ আরও ব্যাপক হারে করার জন্য আমরা কৃষকদের প্রশিক্ষণ ও সহযোগিতার ব্যবস্থা করবো।
মাঠ দিবসে আরো উপস্থিত ছিলেন, ফারজানা নাসরিন খান, হারুণ অর রশিদ, কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ প্রমুখ।