নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের সাদীপুর মালোপাড়ায় ভূমি দখলের জন্য আলাউদ্দীন শেখ ও তার লোকজন স্থানীয় অর্জুন মন্ডলের উপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারে। এতে অর্জুন, তার ছেলে, ভাই আহত হয়। অর্জুন মন্ডল বর্তমানে চিকিৎসাধীন আছেন ভারতের কলকাতায়। এ ঘটনার সুষ্ঠু বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। যশোরের শ্বাশতী দলিত নারী ও শিশু উন্নয়ন সংস্থা এবং বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) যৌথভাবে এই মানবন্ধনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জয়ন্তী রানী দাস।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন বিডিইআরএম’র কেন্দ্রীয় সভাপতি বিভূতোষ রায়, বাংলাদেশ হিন্দু মহাজোটের যশোর জেলা সভাপতি অমল কুমার অধিকারী। বক্তব্য রাখেন শাশ্বতী দলিত নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আয়নামতি বিশ্বাস। রমানাথ শীল, প্রশান্ত বর্মন, শেখর কুমার বর্মন ও শমূয়েল বিশ্বাস সবাই এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও বিচারের দাবিতে জোর বক্তব্য রাখেন। সভাপতি জয়ন্তী রানী দাসের বক্তব্য শেষে মানববন্ধন সমাপ্ত করা হয়।
