নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
হাসান-উজ-জামান সেলিম বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। সম্প্রতি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানা গেছে।
হাসান-উজ-জামান সেলিম যশোরের ঝিকরগাছার উপজেলার নির্বাসখোলা গ্রামের নুর মোহাম্মদ ও দিলারা বেগমের ছেলে। সেলিম এলাকাতে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতি শুরু করে পরে যুবলীগের নেতৃত্ব দেন। সম্প্রতি তিনি ঠিকাদার, আমদানী ও রপ্তানীকারক ব্যবসার সাথে জড়িত হয়ে রাজধানীতে বসবাসের পাশাপাশি রাজনীতিতে সম্পৃক্ত।