নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছার নোয়ালি গ্রামের স্পেন প্রবাসী ফেরদৌসি আলতাফ হত্যা মামলার আসামি রবিউল ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল এই আদেশ দিয়েছেন। রবিউল ইসলাম শার্শা উপজেলার বুরুজবাগান গ্রামের মৃত লাল চাঁদ মোল্যার ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, নোয়ালি গ্রামের প্রবাসী আলতাফ হোসেন তার স্ত্রী সন্তান নিয়ে স্পেন থাকতেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আলাতফ হোসেন তার স্ত্রী সন্তান নিয়ে দেশে আসেন। ছেলে আহসান কবির হৃদয়কে বিয়ে দিয়ে স্ত্রী-সন্তান বাড়িতে রেখে আলতাফ হোসেন আবারও স্পেন চলে যান। ছেলে হৃদয়ও এরমধ্যে স্পেন চলে যান। স্ত্রী ফেরদৌসি আলতাফ আরেক ছেলে ও এক মেয়েকে নিয়ে বাড়িতে থাকতেন।
গত ১৩ জুলাই রাতে ফেরদৌসি আলতাফ মেয়ে জান্নাতিকে নিয়ে বাড়ির নিচতলার একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা প্রাচীর টপকে রান্না ঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে ফেরদৌসি আলতাফকে ছুরিকাঘাতে হত্যা ও মেয়ে জান্নাতিকে ছুরিকাঘাতে জখম করে ঘরের মালামাল নিয়ে যায়। গুরুতর আহত জান্নাতি বাড়ির গেট খুলে তার চাচাদের ডেকে নিয়ে যায়। এ ঘটনায় নিহত ফেরদৌসি আলতাফের ভাই শার্শার কাশিপুর গ্রামের গাওছুল আযম বাদী হয়ে ১৪ জুলাই অজ্ঞাতনামা আসামি দিয়ে ঝিকরগাছা থানায় মামলা করেন। তদন্তকালে নিহত ফেরদৌসি আলতাফের ব্যবহৃত মোবইল ফোনের সূত্র ধরে গত ৩০ সেপ্টেম্বর নাভারণ রেলবাজার থেকে রবিউল ইসলামকে গ্রেফতার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরপর গত ২ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক ইব্রাহীম আলী রবিউলের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল বুধবার শুননি শেষে আসামি রবিউল ইসলামের রিমান্ড ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
