নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছার কায়েমকোলা বাজারে ইলেকট্রনিক্স ও স্বর্ণের দোকানে চুরির অভিযোগে চোরাইকৃত টাকাসহ তিনজনকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে তিন লাখ ৯৮ হাজার ৯৫০ টাকা ও একটি নতুন ইজিবাইক উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে যশোর র্যাব অফিসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান জানান, গত ২৩ জুন কায়েমকোলা বাজারের প্যারেন্টস সুপার মার্কেটের জিয়া ইলেকট্রনিক্স ও মুসলিম জুয়েলার্সে টাকা চুরি হয়। পরবর্তীতে দোকানের মালিক জিয়াউর রহমান চুরির ঘটনায় ঝিকরগাছা থানায় জিডিসহ যশোর র্যাব অফিসে অভিযোগ করেন। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব যশোর শহরের ধর্মতলায় অভিযান পরিচালনা করে আল-আমিন (২১) নামে একজনকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে খুলনা জেলার দিঘলিয়া থানার আজিগ্রামে অভিযান চালিয়ে হাফিজুর সরদারের ছেলে আব্দুল কাদের (২৫) ও বাবুল মোল্লার ছেলে রাজু মোল্লা নামে আরও দুইজনকে আটক করে র্যাব। এসময় তাদের কাছ থেকে তিন লাখ ৯৮ হাজার ৯৫০ টাকা এবং চোরাইকৃত একটি নতুন ইজিবাইক উদ্ধার করা হয়। আসামিদের ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।