কল্যাণ রিপোর্ট: যশোরের ঝিকরগাছায় বড় দিন উৎসবে মদ খেয়ে মাতলামি করে মারপিটের অভিযোগ উঠেছে সদ্য নির্বাচিত চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে। এতে আহত হয়েছে তিনজন। এ ঘটনার পর পন্ড হয়ে যায় খিস্ট্রান ধর্মীয় বড়দিনের উৎসব। পুলিশের উপস্থিতিতে এ রকম ঘটনায় কোন ব্যবস্থা না নেয়ায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) রাত ১০ টার দিকে উপজেলা শংকরপুর ইউনিয়নের বাঁকুড়া জেকাঠি গ্রামের ঋষি পল্লীতে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, বাঁকুড়া জেকাটি গ্রামের লোকাস, দিপক ও রনজিত।
ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের বাঁকুড়া জেকাঠি গ্রামের খ্রিস্টান পল্লিতে শুভ বড়দিনের অনুষ্ঠান শেষে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শংকরপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র চ্যাটার্জি উদ্বোধন করেন। কিন্তু তিনি চলে আসার পর তার ছেলে সুমিত চ্যাটার্জি মদ খেয়ে মাতলামি করতে থাকে। এ সময় অনুষ্ঠান কমিটির সদস্যরা প্রতিবাদ করলে সুমিতসহ তার বন্ধুরা আয়োজক কমিটির লোকাস, দিপক ও রনজিতকে বেধড়ক মারপিট করে আহত করে।