ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’ এই স্লোগানকে সামনে রেখে পেন ফাউন্ডেশনের উদ্যোগে ঝিকরগাছায় সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টার পেন ফাউন্ডেশনের কার্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাহিত্যিক হোসেনউদ্দিন হোসেন বলেন, বই পড়ার অভ্যাস নেই আর পড়তে জানে না এমন লোকের মধ্যে কোন পার্থক্য নেই। সাহিত্য হলো যে কোন সমাজে এমন একটি জায়গা যেখানে আমাদের মস্তিষ্কের গোপনীয়তার মধ্যেও আমরা প্রতিটি সম্ভাব্য উপায়ে সব বিষয়ে কথা বলার প্রতিধ্বনি শুনতে পাই। অনুষ্ঠানে সাহিত্য আসরের আহবায়ক, সাহিত্যিক ও অনুবাদক টিপু সুলতানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের বাংলা বিভাগের প্রভাষক মেহেদী হাসান। স্বাগত বক্তব্য রাখেন, সাহিত্যিক ও পেন ফাউন্ডেশনের সভাপতি সফিয়ার রহমান। পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ শুভেচ্ছা বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন, পেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইমদাদুল হক ইমদাদ, সমন্বয়কারী রিজন বিশ্বাস, স্বেচ্ছাসেবক টিমলিডার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডপ্রাপ্ত রোভার স্কাউট জুবায়ের বিন মকলেছ, রহমত উল্লাহ, স্বেচ্ছাসেবক এসএম জাহাঙ্গীর, স্বপ্নলোকের পাঠশালার শিক্ষক বিথি ইসলাম ও শারমীন সুলতানা শান্তাসহ বিভিন্ন স্থান থেকে আগত ৫০ জন কবি। বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত যশোর অঞ্চলের গ্রামীণ শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান হয়।