ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলা-২০২২’ এ শ্রেষ্ঠ স্টল নির্বাচিত হয়েছে যশোর পল্লী বিদুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিস।
বৃহস্পতিবার রাতে মেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সাংসদ মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিনের হাত থেকে শ্রেষ্ঠ স্টলের ক্রেস্ট নেন যশোর পল্লী বিদুৎ সমিতি -১ এর ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম টিএমএম মেসবাহ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাহাবুবুল হক, সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসান, থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী প্রমুখ।