ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় মাশরুম চাষ সম্প্রসারণ বিষয়ক এক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় বুধবার সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়াম্যান সেলিম রেজা। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আব্দুলাহ আল মামুন। বক্তব্য রাখেন, ঝিকরগাছা মাশরুম উদ্যোক্তা ইমাদুল হক, জাইকা প্রতিনিধি দুলাল দেবনাথ, উপ সহকারী কৃষি অফিসার নয়ন পাল। দুই দিনের প্রশিক্ষণ আজ বৃহস্পতিবার শেষ হবে।
সর্বশেষ
- ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে উত্তাল যবিপ্রবি ক্যাম্পাস
- বিদায় জুলাইয়ের মুখ ওসমান হাদি; এক সাহসী কণ্ঠের প্রস্থান
- ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক
- ‘আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে’
- ওসমান হাদি মারা গেছেন
- ঘোপের আওয়ামী লীগ নেতা কালা সাইদ আটক
- যশোরে জাতীয় পার্টির মনোনয়ন লড়াইয়ে উত্তাপ, ছয় আসনে ১৫ প্রার্থী
- নির্বাসনের অবসান, প্রত্যাবর্তনের মাহেন্দ্রক্ষণ