নিজস্ব প্রতিবেদক
যশোর দ্বিতীয় বিভাগ টায়ার-২ ক্রিকেট লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে ঝিকরগাছা ক্রিকেট একাডেমি। রোববার যশোরের উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউটকে ৬ উইকেটে পরাজিত করে টানা দ্বিতীয় জয় তুলে নেয়।
দিনের অপর ম্যাচে দেশ ক্রিকেট একাডেমি ২১১ রানের বড় ব্যবধানে থ্রি ব্রাদার্স যুব সংঘকে পরাজিত করেছে। নিজেদের প্রথম ম্যাচে দেশ ক্রিকেটের প্রথম জয়। দ্বিতীয় ম্যাচে পরাজয়ের স্বাদ পেয়েছে থ্রি ব্রাদার্স।
দিনের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট ২৪ ওভার এক বলে করা ১৩৭ রান ঝিকরগাছা ক্রিকেট একাডেমি টপকে যায় ১৮ ওভার চার বলে চার উইকেট হারিয়ে। ব্যাট হাতে ক্লেমনের উমর ফারুক ৬১ বলে ৪৭, সাকিরুল আলম ১৪ বলে ১৬ ও রায়হান হাসান ১২ বলে ১৬ রান করেন। বল হাতে ঝিকরগাছার তুহিন ও আরিছ তিনটি করে, দু’টি করে উইকেট নিয়েছেন সজিব ও সাবিদ।
ব্যাট হাতে ঝিকরগাছা ক্রিকেট একাডেমির অভি ৫৮ বলে ১০টি চার ও ২টি ছয়ে ৬৯, উবায়দুল ১৪ ও মাহিব ১০ রান করেন। ক্লেমন আছিয়া ক্রিকেটের সাকিরুল আলম দু’টি, একটি করে উইকেট দখলে নেন অভিজিৎ রায় ও রায়হান হাসান।
দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ২৫ ওভারে চার উইকেট হারিয়ে ৩১২ রানের বড় সংগ্রহ করে দেশ ক্রিকেট একাডেমি। পরে ব্যাট করতে নেমে ২০ ওভার দুই বলে ১০১ রানে গুটিয়ে যায় থ্রি ব্রাদার্স যুব সংঘ।
দেশ ক্রিকেটের ব্যাটিং ইনিংসে অর্ধশতক রানের দেখা পেয়েছেন রবিউল ইসলাম, দেবা ও শাহিন। রবিউল ইসলাম ২৮ বলে ৬১, দেবা ৫৫ বলে ৯০ ও শাহিন ৩৬ বলে অপরাজিত ৮০ রান করেন। এছাড়া ৩৩ রান করেন সাইদুর রহমান ১৫ বলে।
বল হাতে থ্রি ব্রাদার্সের মেহেদী হাসান ইমন, অরন্য পলক, অর্পন ও ফয়সাল মাহমুদ নিয়েছে একটি করে উইকেট।
থ্রি ব্রাদার্সের ব্যাটিং ইনিংসে ওলিদ ৩৯ বলে ৩১, অর্পন ১৬ বলে ১০ ও রাকিব ১৩ বলে ১১ রান করেন। দলের বাকি ব্যাটাররা পারেননি দুই অঙ্কের ঘর স্পর্শ করতে। বল হাতে দারুণ পাফরম্যান্স দেখিয়েছেন দেশের নয়ন। তিনি এক ওভার দুই বল করে মাত্র এক রান খরচায় নিয়েছেন চারটি উইকেট। তিনি হ্যাট্রিক ও করেছেন। এ মৌসুমে দ্বিতীয় বিভাগ টায়ার-২ লিগে এটিই প্রথম হ্যাট্রিকের ঘটনা। এছাড়া দু’টি করে উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক, দেবা ও রবিউল ইসলাম।