ইলিয়াস উদ্দীন: যশোরের ঝিকরগাছা পৌরসভা নির্বাচনী মামলার রিট খারিজ হয়েছে এবং শিঘ্রই শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরবৃন্দ। ভোট গ্রহণের ৩ দিন আগে ভোট কেন্দ্র পরিবর্তন মামলার কারণেই এ জটিলতার সৃষ্টি হয়েছিল।
মামলা সংক্রান্ত জটিলতায় দীর্ঘ ২০ বছর পর গত ১৬ জানুয়ারি ঝিকরগাছা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু ওই দিন উচ্চ আদালতের নির্দেশে একটি কেন্দ্রের ফলাফল ঘোষণা স্থগিত করা হয়েছিল। এর ফলে ২ মাস পৌর মেয়রসহ ১২ কাউন্সিলরের কেউই শপথ নিতে পারছিলেন না।
ওই নির্বাচনে ১৪ কেন্দ্রে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বর্তমান মেয়র মোস্তফা আনোয়ার পাশা ৭ হাজার ৩৭৫ ভোট এবং ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইমরান হাসান সামাদ ৬ হাজার ১২৬ ভোট পেয়েছিলেন। এতে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র ১ হাজার ২৪৯ ভোটে এগিয়ে রয়েছেন।
ভোটের ৩ দিন আগে ৫ নং ওয়ার্ডের নির্ধারিত ভোট কেন্দ্র নাজমুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে স্থানান্তর করা হয় খাদেমুল ইনসান দাতব্য চিকিৎসালয়ে। কেন্দ্র স্থানান্তরের বিরোধিতা করে হাইকোর্টে রিট করেছিলেন পরাজিত কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর হোসেনের নির্বাচনী এজেন্ট সাবিরা সুলতানা। সেই রিটের কারণে নির্বাচনী ফলাফল স্থগিত ছিল। বুধবার রাতে রিট পরিচালনাকারী আইনজীবী খন্দকার বাহার রুমি বলেন, মামলাটি উচ্চ আদালতে খারিজ হয়েছে। শপথ নিতে এখন আর কোন বাধা রইলো না।