নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মরহুম আব্দুল আলীমকে তার পিতা এবং সন্তানের পাশেই শায়িত করা হয়েছে।
শনিবার জোহরবাদ জানাজা শেষে ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল আলীমের দাফন পারিবারিক কবরস্থান মোবারকপুরে সম্পন্ন হয়েছে। স্থানীয় পাইলট বালিকা বিদ্যালয় মাঠে দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ তার জানাজায় উপস্থিত ছিলেন। বিএনপি নেতার লাশ বাড়িতে পৌঁছানোর সাথে সাথে সেখানে ছুটে যান যশোর জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগমসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা আকবর হোসাইনের ইমামতিতে জানাজায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, সাধারণ সম্পাদক মুসা মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট মো. ইসহাক, যশোর চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খান, শরফুদ্দৌলা ছোটলু, এ্যাডভোকেট আবু মুরাদ, দৈনিক লোকসমাজ প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, হাজী আনিছুর রহমান মুকুল, আলী হোসেন মদন, জেলা যুবদলের সভাপতি আনসারুল হক রানা, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, চৌগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তুজা এলাহী টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, রাশেদুল মোমিন সুজন, যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, আরাফাত হোসেন কোমল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইসমাইল হোসেন সোহাগ, সদস্য সচিব হাসানুর রহমান রুবেল, ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম রানা প্রমুখ।