ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পক্ষ থেকে যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিবুল ইসলামের কাছে অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলনা জোনাল হেড আব্দুর রউফ। এ সময় উপস্থিত ছিলেন, ব্যাংকের ঝিকরগাছা শাখা ব্যবস্থাপক কাইয়ুম হোসেন, অফিসার জসিম উদ্দিন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, ব্যবসায়ী এমামুল হাবিব জগলুসহ ব্যাংকের অফিসারবৃন্দ।