নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)’র উদ্যোগে জেলার ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সুদমুক্ত ঋণ ও দুস্থ এবং অসহায়দের স্বাবলম্বী করার লক্ষ্যে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুল হামিদ খান’র সভাপতিত্বে এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী।
অনুষ্ঠানে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সুদমুক্ত ঋণ বাবদ ৬ জনকে ১ লাখ ২০ হাজার টাকা এবং দুস্থ ও অসহায়দের স্বাবলম্বী হওয়ার জন্য ক্ষুদ্র ব্যবসা, সেলাইমেশিন, শিক্ষাবৃত্তি, চিকিৎসা, গৃহমেরামত, হাঁস-মুরগি পালন ও ছাগল-গরু পালন খাতসমূহে ১৮২ জনকে ১০ লাখ ৭৫ হাজর ৭’শ টাকার চেক বিতরণ করা হয়।
প্রধান অতিথি’র বক্তব্যে জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম বলেন, সরকারি যাকাত ফান্ডের টাকা প্রকৃত যাকাত পাওয়ার হকদারদের মধ্যে বিতরণ করার কারণে যাকাতদাতাগণ আস্থার সাথে এই ফান্ডে যাকাত প্রদান করে থাকেন। যাকাতদাতাদের যাকাতের একটি অংশ সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের মাধ্যমে এই জেলার অনেক দুস্থ ও অসহায় মানুষকে স্বাবলম্বী করা সম্ভব হচ্ছে।
যাকাতগ্রহীতার উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের টাকা আপনাদের সুবিধামতো ব্যবসায়ের বিনিয়োগ করবেন। ভবিষ্যতে এ ব্যবসার থেকে আপনাদের সংসার সচ্ছলতার সাথে পরিচালনা করতে পারবেন । এভাবে প্রত্যেক যাকাতগ্রহিতা যদি তাদের টাকাটি সঠিকভাবে বিনিয়োগ করেন তাহলে আগামীতে আমাদের দেশেও যাকাত অর্থ গ্রহণের জন্য লোক খুঁজে পাওয়া যাবে না।