নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
ঝিনাইদহের হামদহ ঘোষপাড়া এলাকায় বরুণ ঘোষ (৪২) নামের ব্যক্তিকে কুাপয়ে হত্যা করেছে দুর্বূত্তরা। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার সময় ওই এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বরুন হামদহ ঘোষপাড়া এলাকায় নরেন ঘোষের ছেলে। এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবার দাবি করছে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার পর বাড়ির পাশে দোকানে চা খেতে বের হলে কয়েকজন দুর্বৃত্ত তাকে টেনে-হিঁচড়ে রাস্তার পাশে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বরুণকে মৃত ঘোষণা করেন।
নিহত বরুণের বড়ভাই অরুন কুমার জানান, তার ছোটভাই বরুণ ঘোষ বাড়ি থেকে চা খাওয়ার জন্য রাস্তার উপর পৌঁছালে কয়েকজন সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার হাত পা বিচ্ছিন্ন করে ফেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দীন জানান, শহরের হামদহ এলাকার ঘোষপাড়ায় বরুন নামের এক ব্যক্তি খুন হয়েছেন। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার মূল কারণ এখনও জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে পরবর্তীতে জানা যাবে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।