ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহ জেলা কারাগারে যৌতুক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত মফিজ উদ্দিন গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। রোববার সকালে এ ঘটনা ঘটে।
নিহত মফিজ উদ্দিন শৈলকুপা উপজেলার বিগুটিয়া গ্রামের বাসিন্দা।
ঝিনাইদহ জেলা কারাগারের জেলার রফিকুল ইসলাম জানান, মফিজ উদ্দিনের যৌতুক মামলায় ৫ বছরের সাজা হয়। গত ২১ জানুয়ারি আদালত আসামিকে জেল হাজতে প্রেরণ করেন। রোববার সকাল সাড়ে ১১টায় আসামি বাথরুমের গ্রিলে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।