ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নে আগুনে পুড়ে রাবিয়া বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাত ২টার দিকে ওই ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রাবিয়া বেগম উপজেলার মালিয়াট ইউনিয়নের মনোহরপুর গ্রামের ফকির আলী বিশ্বাসের স্ত্রী।
মালিয়াট ইউনিয়নের সদস্য ইশারত আলী মণ্ডল জানান, সোমবার রাতে ঘরে একাই ঘুমিয়ে ছিলেন রাবিয়া। পরে গভীর রাতে ওই ঘরে আগুন ধরে যায়। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করলেও পুড়ে মারা যান রাবিয়া বেগম।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানান, সোমবার রাতে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ততক্ষণে আগুনে পুড়ে মারা যান ওই নারী। মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনো বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত চলছে।
আরও পড়ুন: যশোরে এসআই স্বামীকে মামলায় ফাঁসানোর দায়ে স্ত্রী কারাগারে