মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ জেলায় জানুয়ারি মাসে আত্মহত্য করেছে ৩৭ জন। জেলা আইন-শৃঙ্খলা মিটিং সূত্রে জানা গেছে, ওই মাসে এই জেলায় আত্মহত্যা করেছে ৩৭ জন এবং চেষ্টা করেছে ৯১জন। এর মধ্যে ঝিনাইদহ সদর থানায় ১২জন, শৈলকুপায় ৫জন, হরিণাকুন্ডুতে ৯জন, কালীগঞ্জে ৫জন, কোটচাঁদপুরে ৩ জন ও মহেশপুরে ৩ জন সহ ৩৭জন আত্মহত্যা করেছে।
মাদকাসক্ত, বেকারত্ব, মানসিক সমস্যা, পারিবারিক অশান্তি, প্রেম ভালোবাসায় ব্যর্থতা, পরকীয়াসহ নানা কারণে ফাঁসিতে, বিষপানে ও অন্যান্যভাবে এই আত্মহত্যা সংঘঠিত হয়েছে। গত ডিসেম্বর মাসে এ জেলায় আত্মহত্যা করেছিল ৩৫জন।
জেলা প্রশাসক মনিরা বেগম আত্মহত্যা প্রতিরোধে সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করার লক্ষে সকলকে আহবান জানান।