ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলায় ট্রাকচাপায় আলমসাধু যাত্রী চাচা ও ভাতিজা নিহত হয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার পাচঁমাইল এলাকায় এ দুর্ঘাটনা ঘটে।
নিহতরা হলেন-সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের রাঙ্গীয়ারপোতা গ্রামের আব্দুস ছামাদের ছেলে আলী হোসেন (৬০) ও ভাতিজা মাহফুজুর রহমান (২০)। তিনি একই এলাকার গোলাম নবীর ছেলে।
সাধুহাটী ইউনিয়নের ৪নং ইউপি সদস্য মো. মুকুল হোসেন জানান, চাচা-ভাতিজা আলমসাধুতে রাঙ্গীয়ারপোতা গ্রাম থেকে পাটকাঠি কিনতে ফরিদপুর যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। পরে পিছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চাচা-ভাতিজা নিহত হন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন উদ্দীন জানান, দুজন নিহতে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চাপা দেয়া ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
