ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে মানিক মিয়া (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ মার্চ) সকালে উপজেলার সুন্দরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মানিক মিয়া বগুড়া জেলা সদরের জবদারি গ্রামের আবুল হোসেনের ছেলে।
জানা যায়, মানিক মিয়া সুন্দরপুর স্টেশনের একটু দূরে রেল লাইনের পাশে হেডফোন কানে দিয়ে বসেছিলেন। ওই সময় সাগর দাড়ির একটি ট্রেনে রাজশাহী থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে ট্রেনটি পৌঁছালে ট্রেনে কাটা পড়ে মানিক মিয়া। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ স্টেশন মাস্টার শাজাহান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেখানে জিআরপি পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ঝিনাইদহের চুয়াডাঙ্গা মহাসড়কে ট্রাক চাপায় নারী নিহত