মহেশপুর প্রতিনিধি: চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে ঝিনাইদহ জেলায় ১০৫ জন আত্মহত্যা করেছে। এর মধ্যে নারী ৫৮ জন এবং পুরুষ ৪৭ জন। আত্মহত্যাকারীদের মধ্যে সর্বাধিক ২৩ জন রয়েছে সদর উপজেলায়।
এ ছাড়া শৈলকুপা উপজেলায় ১৬ জন, হরিণাকুন্ডু উপজেলায় ১৭ জন, কালীগঞ্জ সদর উপজেলায় ১৯ জন, কোটচাঁদপুর উপজেলায় ১১ জন এবং মহেশপুর উপজেলায় ১৯ জন রয়েছে।
জেলা প্রশাসক মনিরা বেগম আত্মহত্যা প্রতিরোধে সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিও-এনজিওসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন।