নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: সোমবার ঝিনাইদহে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অষ্টাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঝিনাইদহে দুর্নীতিবিরোধী নানা কার্যক্রম গ্রহণ করা হয়।
দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক জাহিদ কালাম অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের শপথ বাক্য পাঠ করান।
দুর্নীতিবিরোধী আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা জেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণ এবং উক্ত কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
আলোচনা সভায় ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণ দুদকের করণীয় বিষয়ে তাদের মূল্যায়ন, গুরুত্ব এবং দুদকের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।