ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে পানিতে ডুবে ইয়াসিন নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে সদর উপজেলার কাস্টসাগরা গ্রামে এ ঘটনা ঘটে। ইয়াসিন একই গ্রামের আরিফুল ইসলামের ছেলে।
জানা যায়, সকালে অন্য শিশুদের সাথে বাড়ির উঠানে খেলা করছিল ইয়াসিন। এক পর্যায়ে শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে। পরে পাশ্ববর্তী পুকুরে শিশুটির দেহ ভেসে উঠলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে যাওয়া যায়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা.তাহিয়া মেহনাজ জানান, হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।
আরও পড়ুন:শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
১ Comment
Pingback: ঝিনাইদহে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন