ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী ভ্যানে মাছবোঝাই পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন। মঙ্গলবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ সুগারমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার বিষয়খালী গ্রামের সাবদার আলী ও তার স্ত্রী পারভীনা।
জানা যায়, সকালে একটি মাছবোঝাই পিকআপ ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ সুগারমিলের সামনে বিপরীতমুখী একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূ পারভিনা। এ সময় আহত চারজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ার সবদার আলীকে যশোর স্থানান্তর করা হয়ে। সেখানে নেয়ার পথে মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম।
আরও পড়ুন:ইটভাটার ট্রাকে প্রাণ গেল স্কুলছাত্রের
১ Comment
Pingback: যশোরে অস্ত্র তৈরির সরঞ্জামসহ কারিগর আটক