ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ইব্রাহীম খলিল রাজাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বাসুদেবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (১৮ ডিসেম্বর) রাতে ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের প্রচারণা কাজ চালানের সময় হামলা চালিয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণের গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনার মামলায় যুবলীগ নেতা ইব্রাীম খলিল রাজা ও আজাদ নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহিদ উদ্দীন জানান, বাসুদেবপুর গ্রামে অভিযান চালিয়ে রাজাকে গ্রেফতার করা হয়। এ মামলায় আরও আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।