নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র মহাসড়কের পাশে ট্রাক রেখে গোডাউন থেকে চুরি করে নিয়ে গেছে প্রায় ৪শ মণ ধান। রাতে ডাকবাংলা বাজারের পূর্বপাশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী ডাকবাংলার জোয়ার্দার রাইস মিলের স্বত্বধিকারী শামীম হোসেন জানান, তার রাইসমিলের চাল উৎপাদনের জন্য ওই গোডাউনে ধান রাখা হয়। গভীর রাতে চোরচক্র গোডাউনের সামনে ট্রাক ঠেকিয়ে তালা ভেঙে প্রায় ৪শ মণ ধান চুরি করে নিয়ে গেছে। পাশেই স্থানীয় পুলিশ ক্যাম্পে অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী।
ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সোহাগ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি হয়েছে কিন্তু এখন পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়নি। মৌখিকভাবে শুনে চুরি হওয়া ধান উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন বলে জানান।