ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের সদরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। বৃহস্পতিবার সন্ধতা সাড়ে সাতটার দিকে উপজেলার আটলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, মধুহাটি ইউনিয়নের চান্দুয়ালি গ্রামের পিংকি খাতুন (৩০) ও হাজিডাঙ্গা গ্রামের মো. সাদেক (৪৫) নামে এক ভ্যানচালক।
স্থানীয় বাজার গোপালপুর ক্যাম্পের আইসি রাম উত্তম রায় বলেন, হতাহতরা আটলিয়া বাজার থেকে ভ্যানযোগে বাজার গোপালপুরের দিকে যাওয়ার পথে যাত্রীবাহী ভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে সেটিকে পেছন থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিও ভ্যানের উপর উল্টে পড়লে ঘটনাস্থলেই পিংকি খাতুন মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভ্যানচালককে হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়। আহত অন্য তিনজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
