ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলায় স্বামী আব্দুল হালিমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল হালিম ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দেবীনগর গ্রামের ছাত্তার মন্ডলের ছেলে।
জানা যায়, আব্দুল হালিম ২০১৩ সালের ১৯ ডিসেম্বর সন্ধ্যায় যৌতুক না পেয়ে স্ত্রী ববিতাকে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যার পর লাশ বাড়ির পাশের মেহগনি বাগানে ফেলে রাখেন তিনি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরের দিন ২০ ডিসেম্বর ববিতা খাতুনের মা সালেহা বাদী হয়ে শৈলকুপা থানায় তিনজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত শেষে ২০১৪ সালের ২৬ মে প্রধান আসামি আব্দুল হালিমের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া আসামি পলাতক থাকায় গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ঝিনাইদহে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
২ Comments
Pingback: ইসলামী বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা
Pingback: ঝিনাইদহে তিন ভাইপো-ভাগ্নিকে পুড়িয়ে হত্যা, ইকবালকে মৃত্যুদণ্ড