ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার গান্নায় আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজের মহিদুল ইসলাম নামে একজন প্রভাষকের মৃত্যু হয়েছে। তিনি ঐ কলেজের সমাজ কল্যান বিভাগের প্রভাষক ছিলেন। বুধবার সকালে কালিগঞ্জ টু ডাকবাংলা সড়কের মাধবপুর গ্রামের শামসুল ইসলামের বাড়ির পাশে এ দূর্ঘটনাটি ঘটে।
করোনা কালীন জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ঐ কলেজটি খোলা রাখা হয়েছে। সকালে বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে কালীগঞ্জগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
প্রভাষক মহিদুল ইসলামের অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুতে আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। প্রভাষক মহিদুল ইসলামের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে, আত্মার মাগফেরাত কামনা করেছেন তার স্বজনরা।
করোনা কালীন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হলেও কেনো কলেজ খোলা রাখা হয়েছে, এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আশু তদন্তের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।