ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ওয়াজ-মাহফিলে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হুসাইন হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬। গত ২ মার্চ এ ঘটনার পরের দিন ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় হুসাইনের মৃত্যু হয়। পরে ৪ মার্চ নিহত হুসাইনের মনিরুল ইসলাম ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই প্রধান আসামি জিহাদীসহ সবাই পলাতক থাকে। র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছায়া তদন্ত অব্যাহত রেখে বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব জানায়, জিহাদী তার কিশোর গ্যাং ডেকে এনে এলোপাথাড়ী ছুরিকাঘাত করে হুসাইনসহ তার তিন বন্ধুকে। তাৎক্ষণিক স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হুসাইন, ফিরোজ ও জুলফিক্কারকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে আহতদের অবস্থার অবনতি হলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে গত ৩ মার্চ ভোর রাতে আহত হুসাইন মৃত্যুবরণ করে।
বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে তিনটার সময় শহরের আদর্শপাড়া থেকে হাবিবুর রহমান জিহাদী এবং মেহেদী হাসান (২৫) নামে আরেক আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেফতারকৃতদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।