ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে জেলা শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে ১০ টাকার ইফতার বিক্রি করে সাড়া ফেলেছে একদল যুবক যুবতী। প্রতিদিন বিকেল ৫ টা থেকে ১০ থেকে ১৫ জন যুবক-যুবতী শহরের আপামর মানুষের কাছে এই ১০ টাকার ইফতার বিক্রি করছেন। তারা সবাই রাইজিং ইয়োথ সোসাইটির সদস্য। ২০২০ সালের ৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠাকালীন ৩৫ সদস্যের সংগঠনটিতে এখন ৫০ জন সদস্য। সদস্যদের চাঁদায় পরিচালিত সংগঠনটি নানান সামাজিক কার্যক্রমে জড়িত।
সংগঠনটির আহ্বায়ক হিমেল বিশ্বাস জানান, আমরা শুধু ঝিনাইদহ না দুর্যোগকালীন সময়ে সারা বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই। ১০ টাকার ইফতার কেনা অনেকেই বলছেন এই ধরনের ইফতার খুব ভালো মানের এবং আমাদের অনেক অর্থ সাশ্রয় হচ্ছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহিব জোয়ার্দার জানান, তরুণেরাই শক্তি তরুণেরাই বল তরুণেরাই করবে সমাজকে সচল এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে আমরা কাজ করছি।