দেলোয়ার কবীর, ঝিনাইদহ : আমি প্রশাসক হতে চাই না, জনগণের সেবক হয়ে জেলার বা দেশের একজন সেবক হতে চাই। যারা জীবনের ঝুঁকি নিয়ে ভোট দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে আমি বদ্ধপরিকর। সেইসাথে জেলা পরিষদের সুনাম ধরে রাখার জন্য সকলের সহযোগিতা আমার খুব বেশি প্রয়োজন।
মঙ্গলবার বিকেলে ঝিনাইদহের বিশাল নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন ঝিনাইদহ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এম হারুন অর রশীদ। হাজার হাজার মোটরসাইকেল ও শতাধিক মাইক্রোবাস এবং প্রাইভেটকারযোগে ঝিনাইদহ শহরের পায়রাচত্তরে এসে সংবর্ধনা মঞ্চে মিলিত হন নেতাকর্মীরা।
ঝিনাইদহ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জেলা কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান খোকা, ভাষাসৈনিক ও সাবেক পৌর চেয়ারম্যান আমির হোসেন মালিতা, সৃজনী ফাউন্ডেশনের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা অর্জুন কুমার মজুমদার, কোঁটচাদপুরের কুশনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, জেলা পরিষদ সদস্য আলাউদ্দিন, যুবলীগ নেতা জাহাঙ্গীর, শেখ সেলিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ সদর পৌর যুবলীগের আহ্বায়ক জাহিদ হাসান দিপুল।
এদিকে বুধবার সকালে এম হারুন অর রশীদ জেলা পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন।
আরও পড়ুন: চৌগাছায় খেজুর রস ও গুড়ের ঐতিহ্য রক্ষায় গাছিদের শপথ