নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকেই সারাদেশের দলীয় মনোনয়ন প্রতাশীরা ফরম উত্তোলন শুরু করেছেন। দলের প্রধান কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের ফরম উত্তোলন করতে নেতাকর্মী ঢল পড়েছে। ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন বর্তমান সংসদ সদস্য আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইসহ আওয়ামী লীগের ৬ প্রার্থী।
প্রয়াত আ.লীগ নেতা অধ্যক্ষ কামরুজ্জামানের মেয়ে ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য পারভীন জামান কল্পনা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিশ্বাস বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম দুলাল, অধ্যক্ষ কামরুজ্জামানের ছেলে ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার পারভেজ জামান পান্না, শৈলকুপা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দার ও শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু। সবাই নিজ নিজ জায়গা থেকে দলীয় নমিনেশন পাওয়ার ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র জমাদান, বাছাই, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর ২০২৪ সালের ৭ জানুয়ারি ভোটগ্রহনের সিদ্ধান্ত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।