কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসন থেকে আওয়ামী লীগ সমর্থিত ১৪ জন প্রাথী দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। এদের মধ্যে প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজী (অব.), বর্তমান সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল, সাবেক এমপি কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ, শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুয জ্জুম্মা, টিএন্ডটি’র সাবেক জিএম ব্যারিস্টার মোহাম্মদ আলী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এমএম জামান মিল্লাত।
এছাড়াও, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. আজিজুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সহসম্পাদক প্রকৌশলী আজিবর রহমান মোহন, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি উপজেলা চেয়ারম্যান ময়জুদ্দিন হামিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান লিটন, সাবেক ছাত্রনেতা ও জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আনিছুর রহমান টিপু, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু।
উল্লেখ্য, কোটচাঁদপুর উপজেলায় ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা ও মহেশপুরের ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে এ নির্বাচনী আসন। এ আসনে মোট ভোটারসংখ্যা ৩ লক্ষ ৬০ হাজার ৮’শ ৭৯ জন। পুরুষ ১ লক্ষ ৮১ হাজার ৭’শ ২৮ ও নারী ১ লক্ষ ৭৯ হাজার ১’শ ৫১ জন।
