কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ- ঝিনাইদহ সদর আংশিক) আসন থেকে আওয়ামী লীগের ১৪ জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থী তাদের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। শনিবার উৎসবমুখর পরিবেশে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে থেকে প্রার্থী ও তাদের সমর্থকরা মনোনয়ন ফরম সংগ্রহের পর জমা দিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
আ.লীগের দলীয় বিভিন্ন সুত্রে জানা গেছে, এবারে আ.লীগের থেকে মনোনয়ন প্রত্যাশীরা হচ্ছেন- ঝিনাইদহ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১০ নং কাষ্টভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন, কেন্দ্রিয় বাস্তহারা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন বাবু, সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নানের সহধর্মিনী শামিম আরা মান্নান, যুগ্ন-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, কাষ্টভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান ডা. রাশেদ শমসের, জেলা শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, আমেরিকা বাংলাদেশ কমিউনিটি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এবিসিডিআই) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা গোলাম কিবরিয়া অনু, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক ও বর্তমান জেলা আওয়ামী লীগের সদস্য কাজী নাসিম আল মোমিন (রুপক), সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের ছোট ভাই আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ খোকন, সাবেক যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ সাগর ও বাংলাদেশ সুপ্রীম কোটের অ্যাডভোকেট শাতিল ইসলাম।
আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকিট পেতে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের অনেকেই এখন ঢাকাতে অবস্থান করছেন। তাদের সঙ্গে রয়েছেন নিজ নিজ অনুসারী দলীয় নেতা-কর্মিরাও। দলীয় প্রতীক নিশ্চিত করতে তারা কেন্দ্রীয় নেতাদের সাথে সৌজন্য সাক্ষাতে ব্যস্ত সময় পার করছেন। এদিকে, মনোনয়ন ফরম ক্রয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রকাশিত হবার পর এলাকার সাধারণ মানুষের মধ্যে আলোচনার ঝড় উঠেছে। এক নৌকার হাল ধরতে ১৪ মাঝির যুদ্ধে শেষ পর্যন্ত কে হচ্ছেন আসল মাঝি তা জানার জন্য অপেক্ষায় রয়েছেন ঝিনাইদহ-৪ আসনের ভোটাররা।
