ক্রীড়া ডেস্ক
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট খেলতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। এদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস করার সঙ্গে সঙ্গে নতুন এক রেকর্ডে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান।
আজ টস করা মধ্য দিয়ে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে দ্বিতীয়স্থানে উঠে এসেছেন সাকিব। অধিনায়ক হিসেবে এটি তার ১৯তম টেস্ট। তিনি পেছনে ফেলেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশারকে।
বাংলাদেশকে ১৮টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন বাশার। তার অধীনে ১টি টেস্টে জয়, ১৩টিতে হার ও ৪টিতে ড্র করেছে বাংলাদেশ। অন্যদিকে সাকিবের নেতৃত্বে ৩টিতে জয়, ১৫টিতে হেরেছে টাইগাররা।
বাংলাদেশকে টেস্টে সবচেয়ে বেশিবার নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে এগিয়ে মুশফিকুর রহিম। ৩৪ টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অধীনে ৭টিতে জয়, ১৮টিতে হার ও ৯টিতে ড্র করেছে বাংলাদেশ।
আরও পড়ুন:এবারের আইপিএলে খেলবেন না সাকিব

 
									 
					