নিজস্ব প্রতিবেদক: সাড়ে ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যশোরের তালুকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। কোম্পানির সহকারী এডমিন ও লিগ্যাল অফিসার গোলাম মোস্তফা সজিব ২৮ মে রাতে কোতোয়ালি মডেল থানায় এই মামলা করেন। আসামি মনিরুজ্জামান কোম্পানির সাব এসিস্ট্যান্ট ম্যানেজার ও সিরাজগঞ্জ সদর উপজেলার কয়েলগাতি গ্রামের বাসিন্দা।
মামলায় বলা হয়েছে, মনিরুজ্জামান ২০১৯ সালের ২৪ আগস্ট যশোরের বানিয়ারগাতি তালুকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে চাকরিতে যোগদান করেন। কোম্পানির একাউন্টসের পাশাপাশি রিকুইজিশন মালামাল ক্রয় কার্যক্রমের দায়িত্বে ছিলেন। মনিরুজ্জামান বিভিন্ন স্থান থেকে ক্রয় করা মালের মধ্যে থেকে ৩ লাখ ৪৯ হাজার ৫৩৯ টাকা আত্মসাত করেছেন। বিষয়টি জানতে পেরে কোম্পানি অডিট করে তা পরিস্কার হয়ে মনিরুজ্জামানকে জানানো হয়। এরপরও তিনি দুর্নীতি করে যাচ্ছেন বলে জানা যায়। সেকারণে তার বিরুদ্ধে গত শনিবার কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। তবে তিনি পলাতক রয়েছেন।