নিজস্ব প্রতিবেদক
যশোরে মারপিট করে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার ঘটনায় সাবেক স্ত্রী ও শাশুড়িসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গত ২০ সেপ্টেম্বর দুপুরে শহরতলীর শেখহাটি তরফ নওয়াপাড়ায় এই ঘটনার পরে থানা পুলিশ কোন ব্যবস্থা না নেয়ায় বৃহস্পতিবার আদালতে মামলা করা হয়েছে। তরফ নওয়াপাড়ার মেহেদী হাসান শামীমের দায়ের করা এই মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য বিচারক কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলো, নড়াইল সদর উপজেলার তুলারামপুর গ্রামের মৃত আকসেদ শেখের স্ত্রী নাহার বেগম, ছেলে সাব্বির শেখ ইমন ও মেয়ে মিনা খাতুন। বাদী মামলায় বলেছেন, আসামি মিনা খাতুন বাদীর স্ত্রী থাকাকালে পরকীয়ায় আসক্ত হওয়ার কারণে চলতি বছরের ৬ এপ্রিল রেজিস্ট্রি তালাক প্রদান করেন। এরপর থেকেই আসামিরা বাদীকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। তারই জের ধরে গত ২০ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে আসামিরা বাদীর বাড়িতে এসে গালিগালাজ ও পরে মারপিট করে। এরপর তার বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকাসহ মোট ৪ লাখ ৬০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। শুধু তাই নয় বাদীর মেয়েকেও তারা জোর পূর্বক নিয়ে যায়। পরে বাদীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা চলে যায়। এরপর পরিবারের অন্য লোকজন বাদীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় কোতোয়ালি থানায় গেলে মামলা গ্রহণে অস্বীকৃতি জানায় পুলিশ। ফলে বাধ্য হয়ে গতকাল আদালতে এই মামলাটি করেছেন।