নিজস্ব প্রতিবেদক
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্যায়ে টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালে জায়গা করে নিয়েছে যশোর। শনিবার খুলনা জেলা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলাকে পরাজিত করে ‘ক’ গ্রুপে সেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে তুষার ইমরান-সৈয়দ রাসেলের উত্তরসূরিরা। সর্বশেষ আসরে সেমিফাইনালে নড়াইলের কাছে হেরে যায় যশোর। ২০২২ সালে মেহেরপুরের কাছে হেরে রানার্সআপ হয় যশোরের কিশোররা।
সাতক্ষীরাকে ১১০ রানে গুটিয়ে দিয়ে ১১৪ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় গৌতম দত্তের শিষ্যরা।
১১১ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৮ রানে দুই উইকেট হারিয়ে ফেলে যশোর। গত দুই ম্যাচে দারুণ শুরু এনে দেয়া ওপেনার মুবতাসিম সাদিক (২) ও আহনাফ তাসিন (০) রানে সাজঘরে ফিরে যায়। এরপরই কাবিদ আল সিয়ামকে নিয়ে অপর ওপেনার মাহিনুর রহমান ৩৩ রানের ছোট একটা জুটি গড়ে। মাহিনুর ব্যক্তিগত ৩৩ রানে আউট হলে ভাঙ্গে ২৬ বলের স্থায়ী এ জুটি। মূলত এ জুটি যশোরের জয়ের ভীত গড়ে দেয়। এরপর বড় কোন জুটি না হলেও ছোট ছোট জুটিতে ৩১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে যশোরের কিশোররা।
কাবিদ আল সিয়াম ৪১ বলে সমান দুটি করে চার ও ছয়ে ৩০ ও সাকিবুর রহমান ১৩ বলে ২টি চারে ১১ রান করে।
বল হাতে সাতক্ষীরার এসকে জনি ৩ ওভারে ১০ রানে ৪টি, দিপন রায়, বায়োজিদ বুস্তামি ও শাহারিয়ার মুশফিক ১টি করে উইকেট দখল করেন।
এর আগে সকালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সাতক্ষীরার অধিনায়ক তুর্য সরকার। ব্যাট করতে নেমে ২৩ রানে তিন উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। সেখানে থেকে দলকে লক্ষ্য পথে নেয়ার চেষ্টা করে তামিম শাহারিয়ার ও আল শাহারিয়ার। তবে তাতে বাধ সাধেন যশোরের আরিফুজ্জামান। চতুর্থ উইকেটের জুটি ৪১ পেরোনোর পরই আল শাহারিয়ারকে সাজঘরের পথ দেখায়। এরপর সাতক্ষীরা আর বেশিদূর এগোতে পারেনি। ৪৪ ওভার ৫ বলে ১১০ রানে গুটিয়ে যায় সাতক্ষীরার দলীয় ইনিংস।
ব্যাট হাতে সাতক্ষীরার তামিম শাহারিয়ার ৯৭ বলে ৬টি চার ও ১টি ছয়ে ৪২, আল শাহারিয়ার ৩৪ বলে ১টি চারে ১২ রান করে। যশোরের অধিনায়ক সানোয়ার সাতক্ষীরাকে গুটিয়ে দিতে ৬জন বোলার ব্যবহার করেছেন। এর মধ্যে সানোয়ার ও আশরাফুজ্জামান ৩টি করে উইকেট দখল করে। সানোয়ার ১০ ওভারে ১টি মেডেনসহ ১৭ এবং আশরাফুজ্জামান ৯ ওভারে ২টি মেডেনসহ ১৯ রান দেন। এরপাশে আসিফ জামান ১২ রানে ২টি, ফারহান সিদ্দিকী ও আবির পাল ১টি করে উইকেট দখল করে।
২৪ জানুয়ারি সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে সেমিফাইনালে খেলবে যশোর। যদিও যশোরের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি।