নিজস্ব প্রতিবেদক
যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগে টানা দ্বিতীয় পেয়েছে উপশহর ইয়থ ক্লাব। রোববার শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা ১৭ রানে পরাজিত করেছে পাইওনিয়র ক্রীড়া চক্রকে। উপশহর টানা দ্বিতীয় জয় পেলেও সমান সংখ্যক ম্যাচে বিপরীত অভিজ্ঞতা হয়েছে পাইওনিয়রের। টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেয়েছে দলটি।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৫১ রান করে উপশহর ইয়থ। পরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে তারা নয় উইকেট হারিয়ে স্কোর বোর্ডে সংগ্রহ করে ২৩৪ রান।
দুই দলের ব্যবধান গড়ে দিয়েছে দুই ইনিংসের প্রথম ১০ ওভার। উপশহর ইয়থ প্রথম ৫ ওভারে ৪১ রান করে। দশ ওভার শেষে তাদের রান ছিল ৬৯। এই সময় উইকেটের ঘর শূণ্যই ছিল। অপরদিকে প্রথম ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১১ রান করা পাইওনিয়ার দশ ওভারে শেষে ৪৮ রানে ২ উইকেট। রান তাড়ায় পুরো ৪০ ওভার খেললেও এই ব্যবধান আর ঘুচাতে পারেনি।
ব্যাট হাতে উপশহরের বশির ৩৭ বলে ছয়টি চারে ৩৪, মিল্টন ৭৮ বলে পাঁচটি চারে ৫০, রুমি ৪৮ বলে আটটি চার ও একটি ছয়ে ৫৭ ও রিয়াদ ৪৪ বলে দু’টি চার ও চারটি ছয়ে অপরাজিত ৪৯ রান করেন। বল হাতে পাইওনিয়রের তৌফিক, মাজহারুল, মামুন ও সাইফুল নিয়েছেন একটি করে উইকেট।
পাইওনিয়রের ব্যাটিং ইনিংসে আল আমিন ২৪ বলে একটি চারে ১৪, সাইফুল ৭৫ বলে ১০টি চার ও একটি ছয়ে ৭২, মাজহারুল ৪৪ বলে তিনটি চার ও ছয়ে ৪৩, তৌফিক ২৬ বলে দু’টি চারে ২১ ও মামুন পাঁচ বলে দু’টি ছয়ে ১৪ রান করেন। বল হাতে উপশহরের রয়েল ৫৮ ও সুমন ২০ রানে নিয়েছেন দু’টি করে উইকেট। এছাড়া একটি করে উইকেট দখল করেছেন তুহিন, রুমি ও জনি।