মহব্বত আলী, চুড়ামনকাটি
যশোরে রূপসা পরিবহনের একটি কোচের টায়ার বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মার্কেটের মধ্যে ঢুকে পড়ে। এতে চালকসহ কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন। শনিবার দুপুরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের বারীনগর বাজারে এ দুর্ঘটনা ঘটে। পরিবহনটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। এবং যান চলাচল স্বাভাবিক করেন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের যশোর ব ১১-০০৮৭ নম্বরধারী কুষ্টিয়াগামী কোচটি দুপুর ১২ টার দিকে সাতমাইল বাজারে পৌঁছলে সামনের চাকার টায়ার বাস্ট হয়ে যায়। এসময় চালক বুদ্ধিমত্তা দিয়ে রাস্তার সাইডে সোনালী ব্যাংকের মার্কেটের ভিতর ঢুকিয়ে দেন। এতে গুরুত্বর আহত হন বাসের চালক যশোর শহরের মুড়লীর মোড়ের মিয়া রাজ।
এছাড়া আরো আহত হন যাত্রী সাতক্ষীরা সদরের নজরুল শেখ, কুষ্টিয়া কুমারখালীর সাইদুর রহমান, ঝিনাইদহের বারোবাজারের মোস্তাফিজুর রহমান, যশোরের অভয়নগর উপজেলার মোশারফ হোসেনের মেয়ে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাখি খাতুনসহ আরো ২০জন। আহতদের উদ্ধার করে স্থানীয় ডাক্তারের নিকট চিকিৎসা দেয়া হয়। গুরুত্বর আহত চালক মিয়ারাজকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের চালক মিয়ারাজ জানান, ডানপাশের সামনের চাকার টায়ার বাস্ট হওয়ার কারণে এ দুর্ঘটনাটি ঘটে।
বাসে থাকা কয়েকজন যাত্রী জানান, বাজারের ভিতরে গাড়ির গতি কম থাকায় পুরো বাসের যাত্রীরা বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। তবে আব্দুস সামাদ নামে একজন যাত্রী অভিযোগ করেন, শুরু থেকেই চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলো। গাড়িটি ছাড়ার আগে অবশ্যই চেক করে ছাড়লে এই দুর্ঘটনাটি ঘটতোনা।