নিজস্ব প্রতিবেদক
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ৩৫তম আসরে প্রথমবারের মতো দেশসেরা হয় যশোর। এর দুই বছর পর অনুষ্ঠিত ৩৮তম আসরে দ্বিতীয়বারের মতো রানার্সআপ হয় যশোর। এর পরের দুই আসরে কোন রকমে এক ম্যাচ করে জিতে টায়ার-১ টিকে ছিল যশোর।
তবে প্রতিযোগিতার ৪১তম আসরে আর শেষ রক্ষা হয়নি। গ্রুপ পর্বের তিন ম্যাচে হেরে প্রথমবারের মতো টায়ার-২তে অবনমন হলো যশোরের। শুক্রবার জামালপুর জেলা স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে যশোর শরিয়তপুরের কাছে হেরেছে ৩৩ রানে।
প্রথম ম্যাচে ১২৬ ও দ্বিতীয় ম্যাচে ৮২ রানে গুটিয়ে যাওয়া যশোরের এদিন ব্যাটিংয়ে উন্নতি হয়েছে। শরিয়তপুরের ১৭৪ রানের জবাবে যশোর ৪৪ ওভার ৫ বল খেলে করতে পারে ১৪১ রান।
যশোরের উইকেটকিপার ব্যাটার অভিক ঘোষ বিল্টু ১০৩ বল খেলে অপরাজিত ৩৩ রান করেন। এর আগে ওপেনার সাদমান ইসলাম ৩৮ বলে ৪টি চার ও ১টি ছয়ে ৪২ রান করেন। এ দুজনের পাশে দলীয় অধিনায়ক মাহফুজুর রহমান টিটো ১৯ রান করেন। শরিয়তপুরের শিহাব পাহার ১৮ রানে ও জাকির হাসান ৩০ রানে ৩টি করে উইকেট দখল করেন।
এর আগে সকালে টসে জিতে যশোর শরিয়তপুরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। শরিয়তপুর ব্যাট করতে নেমে মোহাম্মদ শাওনের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভার খেলে ১৭৪ রান করে। শাওন ১০৬ বলে তিন চার ও ১ ছয়ে ৫১, হাসান কবির ২৮, সেন্টু ২৩ ও নাহিদ হাসান ২১ রান করেন। যশোরের লাকাতুজ্জামান ৩টি উইকেট দখল করেন।
