খাজুরা (যশোর) প্রতিনিধি
যশোরের সদর উপজেলার খাজুরায় চিত্রা নদীতে ডুবে গালিব হোসেন (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে খাজুরা বাজার প্রেসঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গালিব সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের গহেরপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে, এবং খাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে গালিব কয়েকজন বন্ধুর সঙ্গে গোসল করতে খাজুরা বাজার প্রেসঘাট এলাকায় যায় এবং চিত্রা নদীতে নেমে গাড়ির টিউব নিয়ে সাঁতার কাটতে থাকে। একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত নদীতে নেমে উদ্ধার তৎপরতা চালায়। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর গালিবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গালিবের অকাল মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাকে হারিয়ে মা-বাবাসহ স্বজনদের আহাজারিতে চারপাশ ভারি হয়ে ওঠে।গালিবের সহপাঠীরাও প্রিয় বন্ধুকে হারিয়ে শোকাহত হয়ে পড়েছে।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, গালিব পড়াশোনায় ভালো ছিল এবং ভদ্র-সদাচারী হিসেবে সবার কাছে পরিচিত ছিল। তার মৃত্যুতে অপূরনীয় ক্ষতি হলো। এ ঘটনার পর স্থানীয় অভিভাবকদের মধ্যে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসী বলছেন, চিত্রা নদীর ঘাটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নেই। নিয়মিত নজরদারি ও সচেতনতা বাড়ালে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।