নিজস্ব প্রতিবেদক: যশোরে কিশোরী গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পৌর পার্ক থেকে কোতোয়ালি থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলো, শহরতলীর ঝুমঝুমপুরের আমির হোসেন মিন্টুর মেয়ে নিশি ওরফে ক্যাপ্টেন নিশি (২০), হাসান বিশ্বাসের মেয়ে নিলা আক্তার পাখি (১৭) ও সদর উপজেলার তপসীডাঙ্গা গ্রামের আব্দুল হান্নানের মেয়ে নুসরাত ইসলাম (২০)।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে মঙ্গলবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানা পুলিশ পৌর পার্কে অভিযান চালায়। এসময় পৌর পার্ক থেকে ওই তিন কিশোরীকে টিকটক খেলা করা অবস্থায় আটক করা হয়। পরে থানায় নেয়া হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেছেন, অপরাধ দমনে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এদিন এরই অংশ হিসেবে পৌর পার্ক থেকে ওই তিন কিশোরীকে আটক করা হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত ছিল বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি।